নিজস্ব প্রতিবেদক
ময়লা-আবর্জনার ডাস্টবিন হয়ে আছে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পুরাতন লঞ্চ ঘাটটি। দীর্ঘদিনের বাজারের ময়লা স্থানান্তর না করার কারণে লঞ্চ ঘাটসহ আশেপাশে ময়লার স্তর দুই-তিন ফুট জমে আছে। এতে একদিকে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে এসব ময়লা আবর্জনায় তৈরি হচ্ছে মশা, ছড়াচ্ছে দুর্গন্ধ। এই ময়লার দুর্গন্ধের কারণে খালপাড়ের দোকানদারদের প্রতিনিয়ত নানা রোগে আক্রান্ত হতে হচ্ছে।
সরেজমিনে গেলে স্থানীয় লোকজন জানায়, আমরা ছোটবেলা থেকে দেখছি এখান দিয়ে লঞ্চ ঘাট ছিল। এই লঞ্চ ঘাট দিয়ে আমরা ঢাকা এবং দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতাম। এই খালটি খনন না করার কারণে লঞ্চ ঘাটটি অবহেলিত হয়ে পড়ে আছে।
স্থানীয় লোকজন আরও জানায় যে, এই লঞ্চ ঘাটটির অর্ধেকের বেশি বেদখলে চলে গেছে। কর্তৃপক্ষ যদি এই লঞ্চ ঘাটটির ব্যাপারে সুদৃষ্টি দেয় তাহলে আমরা বাজারের দোকানদাররা স্বস্তি ফিরে পাবো।
শ্রীনগরের পুরাতন লঞ্চ ঘাটটি ময়লার ডাস্টবিনে পরিণত হয়েছে
আগের পোস্ট