নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার খাল-নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে ও ঘের তৈরী করে মা মাছের প্রজনন ব্যাহত করে শিকার করা ও রেনু মাছ বৃদ্ধিতে বাধা প্রদানের অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসীর অভিযোগ, রেনু মাছ যদি এইভাবে শিকার করে তাহলে এক সময় আমরা মাছ পাবোনা। এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা সমির কুমার বসাকের কাছে জানতে চাইলে তিনি বলেন, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে ১৯৫০ ধারায় অবৈধ বাঁধ ও ঘেরগুলো অপসারণ করা করা হবে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, নদী-খালের মাছ যাতে শিকার করতে না পারে সে বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
শ্রীনগরের খাল-নদীতে অবৈধ বাঁধে মাছ শিকার
আগের পোস্ট