নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কোলাপাড়া ইউনিয়নের নাওপাড়া গ্রামে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রী সন্তান নিয়ে পালিয়ে যায়। গত রবিবার ২৩ জানুয়ারি ঘটনাটি জানাজানি হলে ২৭ জানুয়ারি বৃহস্পতিবার শ্রীনগর থানায় লিখিত অভিযোগ করেছেন তার স্বামী ইমরান হাসান রাসেল। ইমরান হাসান রাসেল (৩৮) কোলাপাড়া ইউনিয়নের নাওপাড়া গ্রামের সাবেক মেম্বার মতিউর রহমানের পুত্র ২০১৩ সালে ঐ গ্রামের রাসেদা বেগমের মেয়ে আরজু মনি আক্তার (রাত্রি) কে বিয়ে করেন। আবু বাক্কার নূর নবী নামে তাদের ৮ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। স্বামী ইমরান হাসান রাসেল বলেন, আমার স্ত্রী আরজু মনি আক্তার (রাত্রি) আমার ছেলে আবু বাক্কার নূর নবীকে নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। তোমরা যেখানে থাকো বাড়িতে চলে আসো। আমি অনেক কষ্টে আছি, অনেক দুঃখে আছি। এ ব্যাপারে কোলাপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার নাজমুল হক সুমন বলেন, এ বিষয়টি আমার জানা আছে। আমি বিষয়টি দেখছি সমাধান করার জন্য। এ ব্যাপারে শ্রীনগর থানার এসআই জাকির বলেন, একটি অভিযোগ হয়েছিল তদন্ত করতে গিয়ে দেখি ঢাকা থেকে ঘটনাটি ঘটেছে। অভিযোগ করতে আসা রাসেলকে বলি ঢাকা গিয়ে একটি অভিযোগ করতে।
শ্রীনগরের কোলাপাড়া ইউনিয়নে সন্তান নিয়ে স্ত্রী উধাও
আগের পোস্ট