আন্তর্জাতিক ডেস্ক
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) এর এক প্রতিবেদন অনুযায়ী ইউরোপীয় দেশগুলোর শিশুদের বড় একটা অংশের মানসিক স্বাস্থ্য ক্রমশ খারাপ হচ্ছে৷
সম্প্রতি প্রকাশ করা হেলথ বিহেভিয়ার ইন স্কুল-এজড চিল্ড্রেন (এইচবিএসসি) শিরোনামের প্রতিবেদনটিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, ২০১৪ সাল থেকে ২০১৮ সালের মধ্যে ইউরোপের স্কুলপড়ুয়া বা স্কুলে পড়ার বয়সীদের প্রতি চারজনে একজন মানসিক স্বাস্থ্য সমস্যায় পড়েছে। ১১, ১৩ এবং ১৫ বছর বয়সী ২২ হাজার শিশুর সম্পর্কে তথ্য সংগ্রহ করে প্রতিবেদনটি তৈরি করা হয়।
গবেষকরা বলছেন, লিঙ্গ এবং অর্থনৈতিক অবস্থা ভেদে মানসিক স্বাস্থ্যের তারতম্য লক্ষ্য করা গেছে। দেখা গেছে, ছেলেদের তুলনায় মেয়েদের মানসিক স্বাস্থ্য ওই চার বছরে বেশি খারাপের দিকে গেছে। ৪১ ভাগ ছাত্র দাবি করেছে তারা মানসিকভাবে ভালো আছে। মেয়েদের মধ্যে একই কথা বলতে পাড়ার হার ৩৩ ভাগ।
করোনা সংকট শুরুর অনেক আগে শুরু হয়েছিল এই প্রতিবেদন তৈরির কাজ। তখন সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা ছিল। শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়ার চাপও ছিল বেশি। অন্তত ২২ হাজার শিশুর অনেকেই এমন দাবি করেছে তখন।
সূত্র: ডয়চে ভেলে
শিশুদের মানসিক স্বাস্থ্য সমস্যা বাড়ছে ইউরোপে
আগের পোস্ট