নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাসের প্রভাবে নানা শ্রেনী পেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। এ অবস্থায় মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের নানা শ্রেনী পেশার মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জাকির হোসেন।
রবিবার শিলই ইউনিয়নের স্থানীয় মেম্বারসহ গন্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে মাস্ক ব্যবহার করুন, হাত পরিষ্কার করুন, করোনা ভাইরাস মুক্ত থাকুন এই শ্লোগান নিয়ে প্রায় ৫শ কর্মহীন মানুষের মাঝে চাল, ডাল, তেল, লবন, আলু, সাবান বিতরণ করা হয়।
এসময় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ জাকির হোসেন শিলইবাসীদের করোনা প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ও সচেতনতার বিকল্প নেই বলে পরামর্শ দেন। সাধারণ মানুষ এসব খাদ্য সামগ্রী পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। জাকির হোসেন জানান, করোনার ঝুঁকি কমাতে ও সাধারণ মানুষকে করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার পরামর্শের পাশপাশি খাদ্যসামগ্রী বিতরণ করেছি। এখনই সবার উচিৎ কর্মহীনদের পাশে দাঁড়ানো। উল্লেখ্য, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন শিলই ইউনিয়নের বাসিন্দা।