নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের বরণ ও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার বেজগাঁও ইউনিয়নের হাটভোগদিয়া লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের আয়োজনে প্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন। লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ সাখাওয়াত হোসেন মল্লিক রিংকু মাস্টারের সভাপতিত্বে, লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব মোঃ ফেরদৌস হেলালের সার্বিক ব্যবস্থাপনায় এবং সহকারী শিক্ষক মোঃ নুরুল ইসলাম সিয়ামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন আর রশিদ, উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষা অফিসার মোঃ মাকছুদুর রহমান, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আমজাদ হোসেন খান, মোঃ নূর ইসলাম শিকদার, উপজেলা একাডেমি সুপার মোঃ সোহেল হায়দার। অনুষ্ঠানে সহযোগিতা করেছেন মোঃ মামুন খান, মোঃ সফিকুল ইসলাম, মোঃ আব্দুল রাজ্জাক শেখ, শিউলি আক্তার। এছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করা হয়। পরে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে সকল শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।