নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজংয়ে গাঁজাসহ মোঃ ইসরাফিল সর্দার (৪০) ও মোঃ ইকবাল হোসেন (৪৫) নামে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। গত বুধবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার গোয়ালিমান্দ্রা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের দখল থেকে ৩ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৫ শত টাকা উদ্ধার করা হয়। আটককৃত মোঃ ইসরাফিল সর্দার (৪০) গোয়ালিমান্দ্রা গ্রামের মৃত ইসহাক সর্দারের ছেলে ও মোঃ ইকবাল হোসেন (৪৫) একই এলাকার মৃত মাহ্তাব আলী সর্দারের ছেলে। র্যাব এক বার্তার মাধ্যমে জানান, র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম ও স্কোয়াড কমান্ডার মোঃ আবু ছালেহ এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
লৌহজংয়ে ৩ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
আগের পোস্ট