নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার নদী ভাঙ্গা, বন্যা দুর্গত ও দুস্থ অসহায় ২৫০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন সোনালী ব্যাংক দিঘলী বাজার শাখা। গতকাল বুধবার বেলা ১২টায় লৌহজং বিশ^বিদ্যালয় কলেজ ক্যাম্পাসে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সোনালী ব্যাংক লিমিটেড এর ডেপুটি জেনারেল ম্যানেজার শান্তনু গঙ্গোপাধ্যায়। সোনালী ব্যাংক দিঘলী বাজার শাখার প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) আলম লাকুরিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কাবিরুল ইসলাম খান, লৌহজং বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক, উপধ্যক্ষ মো. শহিদুর রহমান শিকদার, উপজেলা সহকারী প্রকৌশলী জয়নাল আবেদিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক দিঘলী বাজার শাখার সিনিয়র অফিসার মো. সফিকুল ইসলাম, মো. জসিম উদ্দিন ভূইয়া, আমিনুর বিশ^াস প্রমুখ।
লৌহজংয়ে সোনালী ব্যাংকের উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
আগের পোস্ট