নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া খান বাড়ি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা মৎস্য অফিস ও কোস্টগার্ডের যৌথ অভিযানে সাড়ে ৩শত কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে। পরে তা বিভিন্ন মাদ্রাসা ও গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়।
লৌহজং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জব্দকৃত জাটকার আকার ৪-৬ ইঞ্চি। জব্দকৃত জাটকার প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উক্ত জাটকা ইলিশ জান্নাতুল ফেরদাউস মহিলা মাদ্রাসা, বায়তুন নবী নূরানী মাদ্রাসা, রৌজাতুল উলুম আরবিয়া আদর্শ মাদ্রাসা ও স্থানীয় গরীব মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।