নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় অসহায় এক শারীরিক প্রতিবন্ধীর মুদি দোকানের মালামাল চুরি হয়েছে। গত সোমবার উপজেলার বাশিরা এলাকায় রাতের আঁধারে চুরির এ ঘটনা ঘটে। এতে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির ওই ছোট্ট দোকানের ৯০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোর। এ ঘটনায় গত ২৫ এপ্রিল লৌহজং থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী জামাল হোসেন (৪০)। ভুক্তভোগী জামাল হোসেন বাশিরা এলাকার মৃত ছাদেক আলীর ছেলে। গত ২৪ বছর আগে সড়ক দুর্ঘটনায় তার দুই পা প্যারালাইসিস হয়ে যায়। অসুস্থ থাকায় তিনি বিয়ে করতে পারেননি। গত ৯ বছর আগে স্থানীয়দের সাহায্য সহযোগিতায় বাশিরা এলাকায় একটি মুদির দোকান করেছেন তিনি। হুইল চেয়ারে দোকানের বেচাকেনা করতেন। দোকানের আয়ে তার চিকিৎসা ও খাবার খরচ চলে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাশিরা কাশেম চত্বর জামাল ষ্টোর নামে জামাল হোসেনের একটি মুদির দোকান আছে। গত ২৩ এপ্রিল রাত ১০টার দিকে দোকান তালাবদ্ধ করে বাড়িতে যান তিনি। পরদিন সকালে দোকানের সামনে গিয়ে শার্টারের তালা খোলা অবস্থায় দেখতে পান জামাল। তার দোকানে থাকা ৩৮ হাজার টাকাসহ মোট ৯০ হাজার টাকার মালামার চুরি করে নিয়ে যায়। যা পরবর্তীতে দোকানের ভেতরে থাকা সিসি ক্যামেরা ফুটেজ চালু করে দেখা যায়, রাত ২টা ১০ মিনিটের সময় অজ্ঞাতনামা চুরির এ ঘটনা ঘটিয়েছে।
ভুক্তভোগী জামাল হোসেন বলেন, দোকানটি আমার একমাত্র সম্বল। এর উপর ভিত্তি করে আমার চিকিৎসা, আমার থাকা-খাওয়া চলে। মানুষের সাহায্য সহযোগিতায় দোকানটি দিয়েছিলাম। এখন দোকানটির মালামাল চুরি করে নিয়ে গেছে। আমি একজন প্রতিবন্ধী মানুষ। এখন কিভাবে চলব?
লৌহজং থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।