নিজস্ব প্রতিবেদক
গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের যাচাইবাছাইয়ের অংশ হিসেবে গতকাল শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়ন ও গাঁওদিয়া এই দুটি ইউনিয়নের প্রায় ৮০ জন মুক্তিযোদ্ধা এই যাচাইবাছাইয়ে অংশগ্রহণ করেন। বাকি ৮টি ইউনিয়নে পর্যায়ক্রমে ৭, ৯ ও ১০ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে বলে জানান এই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আবুল বাসার। যাচাইবাছাই কমিটিতে সভাপতি হিসেবে রয়েছে জামুকা প্রতিনিধি বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব (অর্থ) মো. আবুল বাসার। এর সদস্যরা হলেন সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার মো. জাহাঙ্গীর আলম ফকির, ডিসির প্রতিনিধি অ্যাডভোকেট ঢালী মোয়াজ্জেম হোসেন, সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসার মো. হুমায়ুন কবীর।