নিজস্ব প্রতিবেদক
গত মঙ্গলবার রাত ১০টায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের খানবাড়ি সংলগ্ন এক্সপ্রেসওয়েতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে ১৫ বস্তা চায়না চাঁইসহ এক জনকে আটক করা হয়েছে। পরে লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আউয়াল সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র লৌহজং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম, মাওয়া কোস্টগার্ডের কর্মকর্তাগণ।
উল্লেখ্য, জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।