নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজংয়ের গাঁওদিয়া হাড়িদিয়া আশ্রয়ণ প্রকল্পে এক মাদক ব্যবসায়ীকে ৮ মাস ১০ দিন কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মুন্সীগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শিবনাথ কুমার সাহা জানান, গত শনিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল আউয়ালের উপস্থিতিতে মাদক বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনার সময় উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের হাড়িদিয়া আশ্রয়ণ প্রকল্পে অভিযান পরিচালনা করে আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী মো. মোফাজ্জল ওস্তাকারের ছেলে মো. ওহাব ওস্তাকারকে (৩৩) গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সেবনের সরঞ্জামাদিসহ আটক করা হয়। আটককৃতকে ৮ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। অনাদায়ে আরো ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
উল্লেখ্য, বিষয়টি লৌহজং উপজেলা প্রশাসন নিশ্চিত করেছেন। এছাড়া সঠিক তথ্য পেলে ইউনিয়নের যেকোন স্থানে অভিযান চালাবে এবং মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে বলে জানান।
লৌহজংয়ে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীকে কারাদন্ড
আগের পোস্ট