নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজংয়ে উপজেলা সম্মেলন কক্ষে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা ভোক্তা অধিকার আইন সম্পর্কে সকলকে অবহিত করেন। সেইসাথে পণ্যের বাড়তি দাম নেওয়া হলে বা নকল পণ্য বিক্রয়ের মাধ্যমে ভোক্তাকে ঠকানো হলে বিষয়টি অবহিত করলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়।
লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল আউয়াল এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তোফাজ্জেল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কন্ঠ মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মো. মাসুদ খান, সাংবাদিক মো. সোহেল রানা, শহিদ সুরুজ। এছাড়া লৌহজং উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধি অনেকেই উপস্থিত ছিলেন।