নিজস্ব প্রতিবেদক
‘‘মুজিববর্ষের অঙ্গীকার, সুরক্ষিত ভোক্তা-অধিকার”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাতীয় ভোক্তা অধিকার দিবসে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক শোভাযাত্রা বের করা হয়। উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শোভাযাত্রাটি শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মু. রাশেদুুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন। এসময় আরও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা রিয়াজ আহমেদ হিলাল, যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদুল আলম, কনজ্যুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) লৌহজং উপজেলা শাখার সভাপতি মিজানুর রহমান ঝিলু, সহ-সভাপতি সাংবাদিক মানিক মিয়া, সাধারণ সম্পাদক মাসুম আহমেদ পিন্টু, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নাজমুল হোসেন। উপজেলা ক্যাবের অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ফৌজি হাসান খান রিকু, শাওন ইসলাম হারুন, আবদুল্লাহ আল মামুন, মোঃ ফারহান প্রমুখ।