নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজংয়ের গাঁওদিয়া ইউনিয়নের ঘৌলতলী বাজার সংলগ্ন বেইলি ব্রীজটি গত ১৮ মার্চ মালবাহী ট্রাকসহ ভেঙ্গে পড়ে যায়। এরপর ১৭ দিন অতিবাহিত হলেও কাজ শেষ হয়নি। কর্তৃপক্ষ বলেন, আরো এক সপ্তাহ সময় লাগবে জনসাধারণের চলাচলের উপযোগী করার জন্য। সরেজমিনে গিয়ে দেখা যায়, বেইলি ব্রীজটির ভেঙ্গে পড়া অংশ না তুলে নতুন করে ব্রীজটি দাঁড় করিয়েছে। ভেঙ্গে পড়া অংশ নিচে রেখেই মোরামত কাজ চলছে। এমনকি মালবাহী ট্রাকটিও তোলা হয়নি। পুরাতন লোহার পাটাতন দিয়ে কাজ চলছে।
বেইলি ব্রীজের কাজের মিস্ত্রি মো. মোজাম্মেল হক বলেন, যদি কর্তৃপক্ষ মনে করে ছোট যানবাহন চলাচল করবে তাহলে আজ থেকে চলাচল করতে পারবে। তবে বড়-ভারী যানবাহন চলাচলে আরো প্রায় ছয় দিন সময় লাগবে। ঝালাই কাজসহ অনেক কাজ বাকী রয়ে গেছে।
বেইলি ব্রীজের কাজে নিয়োজিত সুপারভাইজার মো. সিরাজুল হক বলেন, দুই-একদিনের মধ্যে ব্রীজ দিয়ে সবরকম গাড়ি চলাচল করতে পারবে। তবে আমাদের কর্তৃপক্ষ কি করে আমার জানা নেই। তিনি আরো বলেন, গত মার্চ মাসের একুশ তারিখে আমরা কাজ শুরু করি। আমরা ২৫ জন শ্রমিক কাজ করছি। মাঝে তিনদিন ব্রীজের মালামাল আনতে কিশোরগঞ্জ গিয়েছিলাম। তাই কাজ বন্ধ ছিল।
মুন্সীগঞ্জ জেলা সড়ক ও জনপথ উপ-বিভাগের প্রকৌশলী ফাহিম রহমান বলেন, আমাদের আরো সপ্তাহখানিক সময় লাগবে গাড়ী চলাচলের জন্য। অনেক কাজই বাকী আছে। সাধারণ মানুষের গাড়ি চলাচলের আগে ভালোভাবে পরীক্ষা -নিরীক্ষা করতে চাই। যাতে সাধারণ মানুষের কোনপ্রকার ক্ষতি না হয়। তিনি আরো বলেন, আমি নিজে গাড়ি নিয়ে প্রথমে ব্রীজে চলতে চাই। যাতে কোনপ্রকার ক্ষতি হলে আমার হোক সাধারণ জনগণের নয়। আশা করি, এ সপ্তাহে বেইলি ব্রীজ চালু হবে।
লৌহজংয়ে ভেঙ্গে পড়া বেইলি ব্রীজের কাজ চলছে ধীর গতিতে
আগের পোস্ট