নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজংয়ে মহান বিজয় দিবস উপলক্ষে ইয়াসমিন দেলোয়ার ডায়গনষ্টিক এন্ড কনসালটেশন (লৌহজং ব্রাঞ্চ) সেন্টারের ব্যবস্থাপনায় ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের হাড়িদিয়া গ্রামে ইউনিয়ন স্বাস্থ্য ও পারিবারিক কল্যাণ কেন্দ্রে দিনব্যাপী এ সেবা প্রদান করা হয়। ইয়াসমিন দেলোয়ার ডায়গনষ্টিক সেন্টারের পরিচালক রিয়াদ ইসলামের নেতৃত্বে ২ জন অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞ ডাঃ নাজমুল ইসলাম (এমবিবিএস), ও ডাঃ মোঃ আব্দুস সালাম হাওলাদার চার শতাধিক রোগীর সেবা প্রদান করেন। সেবা পেয়ে রোগীরা সন্তুষ্ট বলে জানান। এসময় উপস্থিত ছিলেন লৌহজং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য টিটু শিকদার, বড়মোকাম বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন আনু, উক্ত ডায়াগনষ্টিক সেন্টারের ম্যানেজার রাইসুল ইসলাম, সহকারি ম্যানেজার নূর ইসলাম ও মো. ইকবাল দেওয়ান প্রমুখ।