নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের খিদিরপাড়া নামক স্থানে বিএনপির কার্যালয়ের ভিত্তি স্থাপনের সময় ঢাকা শ্যামপুর থানা আওয়ামী লীগ নেতা মোঃ রাজু করিম সম্পর্কে কিছু জানতেন না উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব হাবিবুর রহমান অপু চাকলাদার। তিনি জানান, রাজু করিমের সাথে আমার রাজনৈতিক ও ব্যবসায়িক কোন রকম সম্পর্ক নেই তাকে আমি চিনি না। কখনো তাকে আমি দেখিনি। আমার সাথে কোন পরিচয় নেই। কর্মীরা আমাকে ওইদিন ভিত্তি স্থাপনের সময়ে তাকে পরিচয় করিয়েছিলেন।
গত শনিবার বিএনপির কার্যালয়ের ভিত্তি স্থাপনের পর থেকে একটি গ্রুপের সাথে আমার ছবিসহ লাল মার্ক করে সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুকের মাধ্যমে ছবি নিয়ে মোঃ রাজু মোল্লার পরিচয় নিয়ে সমালোচনার ঝড় দেখা যায়।
গতকাল মঙ্গলবার সকালে লৌহজং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আলহাজ্ব হাবিবুর রহমান অপু চাকলাদারের সাথে কথা বললে তিনি জানান, একটি ছবি নিয়ে কিছু অতি উৎসাহী ও স্বার্থলোভী লোকজন ফেসবুকে সমালোচনার ঝড় তুলছেন। আমি খিদিরপাড়া বিএনপির কার্যালয়ের ভিত্তি স্থাপন উদ্বোধন করার সময় আমার দলের কিছু নেতাকর্মী পরিচয় করিয়ে বলেন রাজু করিম ঢাকার ব্যবসায়ী। পরে ভিত্তি স্থাপন শেষে আমি ব্যস্ততার কারণে তাড়াতাড়ি চলে আসি। পরে ফেসবুকের মাধ্যমে বিষয়টি আমার নজরে আসে। তবে এর আগে বিভিন্ন পত্রিকায় আমার সম্পর্কে বিভিন্ন কথা লেখা হয়েছে। এতে আমার কোন বক্তব্য নেওয়া হয়নি। পারিবারিক ও ব্যবসার কারণে আমি অনেক ব্যস্ত ছিলাম দু’দিন। বিষয়টি নিয়ে অতিরিক্ত সমালোচনা দুঃখজনক। এমন ঘটনার অনেক ছবি আমার কাছে রয়েছে আমি এগুলো নিয়ে সমালোচনা করা পছন্দ করি না।