নিজস্ব প্রতিবেদক
বিভাগীয় জেলা উপজেলা প্রশাসনের কর্মরত ১৩ থেকে ১৬ তম গ্রেডের কর্মচারীদের পদবী পরিবর্তন ও বেতন গ্রেড উন্নীতকরণের দাবিতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির (বাককস) কেন্দ্রীয় কমিটি ঢাকা কর্তৃক ঘোষিত ১ মার্চ থেকে (৭ ও ১৭ মার্চ) ব্যাতীত ২৪ মার্চ ২০২২ পর্যন্ত পূর্ণদিবস কর্মবিরতির ডাক দিয়েছে। এর প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সারাদিন কালেক্টরেট সহকারী সমিতি লৌহজং উপজেলা প্রশাসন কর্মবিরতি পালন করে এবং লৌহজং উপজেলা ক্যাম্পাসে র্যালি ও সভার আয়োজন করে। আলোচনা সভায় মোহাম্মদ সেলিম জাহান গাজী, আব্দুস শুকুর আহাম্মেদ, মো. শামীম হোসেন, ফরিদ আহাম্মদ ভুইয়া বক্তব্য রাখেন।