নিজস্ব প্রতিবেদক
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে লৌহজং উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠেেনর উদ্যোগে মাওয়া বাজার জামে মসজিদ প্রাঙ্গনে কোরআন খানি, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। দোয়া শেষে জাতীয় পার্টির মাওয়া কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয় সামাজিক দূরত্ব বজায় রেখে ও মাস্ক পরিধান করে স্বল্প পরিসরে। আলোচনা সভায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ নোমান মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. তাজুল ইসলাম হাওলাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি ডাঃ মো. হুমায়ুন কবীর, যুগ্ম সম্পাদক মো. শাহজামাল কালু, ডাঃ মো. আজাদ, মো. মহিবুল হাসান বাদল, মো, নাজিউর রহমান লিপু, মো. লিমন চোদ্দার মো. ইবরাহিম ঢালী, মো. সেলিম আকন, মো. রাজা মিয়া, মো. আলআমিন, মো. ইউসুফ, মো. ফায়সাল সিজু, মো. রমজান, মো. ফিরোজ প্রমুখ।
লৌহজংয়ে পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন
আগের পোস্ট