নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা পরিষদের আয়োজনে নারীদের কর্মসংস্থান সৃষ্টি করতে প্রান্তিক নারী উদ্যোক্তা তৈরীর জন্য ব্লক, বাটিক ও হ্যান্ড প্রিন্টিং বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। গতকাল মঙ্গলবার গাঁওদিয়া ইউনিয়নের হাড়িদিয়া গ্রামে মাদারটাচ কিন্ডার গার্ডেন এর কক্ষে প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারী ৪০ জন প্রান্তিক নারীদের নিয়ে ১৪ দিন ব্যাপী বিনামূল্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণ সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা আরাধনা রানী কর্মকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওসমান গণি তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন গাঁওদিয়া ৩নং ওয়ার্ড ইউপি সদস্য মো. টিটু শিকদার, লৌহজং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শওকত হোসেন, মোহাম্মদ বেলায়েত হোসেন প্রমুখ।
উক্ত সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন অনেক এগিয়ে। নারীরা এখন ব্যবসার মাধ্যমে নিজেদের স্বাবলম্বী হিসেবে গড়ে তুলছে। আর যেসকল নারীরা এখনো পিছিয়ে পড়ে আছে তাদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার মাধ্যমে উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি করতে ১৪ দিন ব্যাপী মেয়াদি বিনামূল্যে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।