নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজংয়ে কর্মহীন দুস্থদের মাঝে যুক্তরাজ্য প্রবাসী নুরুল আমিন লিপু ও তার স্ত্রী মনোয়ারা খানের অর্থায়নে শতাধিক দুস্থের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার বড় নওপাড়া গ্রামের বাড়ি থেকে প্রবাসীদের পক্ষে রুহুল আমিন দিপু অসহায় মানুষের মাঝে এসব সামগ্রী তুলে দেন। এর আগে গত এক মাসে প্রবাসী নুরুল আমিন লিপুর পক্ষে করোনা দুর্গত দুই শতাধিক কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে ও কোনোরকম ভিড় না করে দুস্থ ব্যক্তিরা নিজ হাতে ঈদ ও খাদ্য সামগ্রী নিয়ে যান।