নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় গতকাল মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাস চলাচল বন্ধ ছিল। দুই পরিবহনের দ্বন্দ্বে ভোগান্তিতে সাধারণ মানুষ, দেখার কেউ নেই। পরিবহন মালিকদের সাথে যোগাযোগ করে কোন প্রকার সঠিক যুক্তি পাওয়া যায়নি।
জানা যায়, দীর্ঘ ১৫ বছর যাবৎ গাংচিল পরিবহন এককভাবে বাণিজ্য করে আসছিল এ সড়কে। ২০২৩ সালের জানুয়ারির দিকে ইলিশ পরিবহন বাস এই সড়কে বাণিজ্য শুরু করে। তবে যখন থেকেই ইলিশ পরিবহনটি এই সড়কে বাণিজ্য শুরু করে তখন থেকে বিভিন্ন কারণে দ্বন্দ্ব হয় গাংচিল পরিবহনের সাথে। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্নভাবে মীমাংসা করলেও দ্বন্দ্ব যেন লেগেই আছে। যার ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ।
আরো জানা যায়, লৌহজং থেকে প্রতিদিন প্রায় এক হাজার মানুষ যাতায়াত করে এই সড়কে। এই মানুষগুলো জিম্মি হয়ে গেছে দুই পরিবহনের কাছে।
গাংচিল পরিবহন মালিক সমিতির সভাপতি মোঃ রুহুল আমিন মোড়লের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে এ বিষয়ে কোন সঠিক উত্তর পাওয়া যায়নি। মাওয়া পরিবহন ইলিশ মালিক সভাপতির সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করেও কোন উত্তর পাওয়া যায়নি।
লৌহজংয়ে দুই পরিবহনের দ্বন্দ্বে ভোগান্তিতে সাধারণ মানুষ, দেখার কেউ নেই
আগের পোস্ট