নিজস্ব প্রতিবেদক
গত শুক্রবার দুপুরে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বেজগাঁও বাইতুল মামুর জামে মসজিদের মোতাওয়াল্লী মরহুম মো. ওয়াদুদ মাস্টারের পরিবারের পক্ষ থেকে এবং মসজিদ কমিটির সহায়তায় শিশু-কিশোরদের নামাজে উৎসাহ করতে পূর্ব ঘোষণাকৃত পুরস্কার জামাতে নামাজ প্রতিযোগিতায় বাইসাইকেল পুরস্কার পেল ২০ জন। এছাড়া ২০ জন কিশোরকে দেয়া হয়েছে জায়নামাজ ও টুপি।
জানা যায়, টানা ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে পুরস্কার পেয়েছেন শিশু-কিশোররা। মোট ৪০ জনকে পুরস্কার দেয়া হয়। এদের মধ্যে টানা ৪০ দিন তাকবিরে উলার (নামাজ শুরুর প্রথম তাকবির) সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করায় ২০ জন কিশোরকে বাছাই করে বাইসাইকেল পুরস্কার দিয়েছেন মসজিদ কমিটি। এসময় উপস্থিত ছিলেন বেজগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক ইকবাল মৃধা, মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ বাদশা খান, সাধারণ সম্পাদক আক্তার হোসেন শরীফ, মো. ইসমাইল মেম্বার, মো. সাইফুল ইসলাম শরীফ, মো. আব্দুল কাদির বিজলী, মো. হাসান খান, আলমগীর হোসেন বাবু, মোহাম্মদ সেতু শরীফ, মো. মিজানুর হোসেন শরীফসহ অনেকেই।
লৌহজংয়ে জামাতে নামাজ প্রতিযোগিতায় বাইসাইকেল পুরস্কার পেল ২০ জন
আগের পোস্ট