নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা শ্রমিক দলের আয়োজনে ১লা মে জাতীয় শ্রমিক দিবস উপলক্ষে ঢাকায় জনসভা ও ২রা মে শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার বিকাল ৪টায় উপজেলার ঘোড়দৌড় বাজারে বিএনপির কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। লৌহজং উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আওলাদ হোসেন খানের সভাপতিত্বে এবং উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু করা হয়। পরে বিভিন্ন ইউনিয়ন থেকে আসা উপস্থিত নেতাকর্মীরা বক্তব্যের মাধ্যমে তাদের প্রস্তুতিমূলক মতামত প্রকাশ করেন। এসময় উপজেলার ১০টি ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আওলাদ হোসেন বলেন, আগামী ১লা মে জাতীয় শ্রমিক দিবস উপলক্ষে ঢাকায় কেন্দ্রীয় শ্রমিক দলের আয়োজনে জনসভায় আমাদের উপজেলা থেকে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে কেন্দ্রীয় জনসভায় উপস্থিত হবো। এছাড়া ২রা মে আমাদের শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপজেলায় পালন করার জন্য প্রস্তুতি নিতে হবে।