নিজস্ব প্রতিবেদক : “জাটকা ধরা বন্ধ হলে, ইলিশ উঠবে জাল ভরে’ -এ প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রা ও নৌ-র্যালী অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কার্যালয়ের আয়োজনে লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে এ সভার আয়োজন করা হয়। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিন। সম্মানিত অতিথির বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা এ.টি.এম তৌফিক মাহমুদ। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম।
মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী হাওলাদার মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শ্যামল চন্দ্র পোদ্দার, সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মুজাম্মেল হক, উপাধ্যক্ষ শহিদুর রহমান শিকদার, লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুন অর রশীদ, মাওয়া কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোঃ আউয়াল, লৌহজং প্রেসক্লাবের সভাপতি মোঃ শওকত হোসেন, বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শেখ প্রমুখ।