নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজংয়ে গত মঙ্গলবার পদ্মা সেতু খান বাড়ি মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জোনের বাংলাদেশ কোস্টগার্ডের একটি টিম বিশেষ অভিযানে কক্সবাজার থেকে খুলনাগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৪৫ ড্রাম চিংড়ি রেণু জব্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে চিংড়ি রেণু পদ্মা নদীতে অবমুক্ত করা হয়। কোস্টগার্ডের ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা মাওয়া খান বাড়ির রাস্তায় মোড়ে অবস্থান করে বিশেষ অভিযান পরিচালনা করি।
লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ ইলিয়াস সিকদার জানান, অবৈধভাবে আহরিত চিংড়ি রেণু পরিবহনের দায়ে ট্রাকের চালক ও হেলপারকে আটক এবং ট্রাকচালককে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত ৪৫ ড্রাম চিংড়ি রেণুর পরিমাণ প্রায় ১ কোটি ২৬ লাখ। যা পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে।
লৌহজংয়ে জব্দকৃত চিংড়ির রেণু পদ্মা নদীতে অবমুক্ত
আগের পোস্ট