নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে খানবাড়ি এলাকায় গতকাল রবিবার বেলা ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে লৌহজং মাওয়া কোস্টগার্ডের সদস্যরা আনুমানিক ৫০ লক্ষ পিস গলদা চিংড়ি পি.এলসহ একজনকে আটক করে। উপজেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে পরে চিংড়ি পোনাগুলো পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।
সিনিয়র লৌহজং উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম জানান, নদীর প্রকৃত উৎস থেকে সংগ্রহ করে খুলনার মো. সাইফুল ইসলাম (৪০) গলদা চিংড়ি পি.এল বিক্রির উদ্দেশ্যে রওয়ানা করে। মাওয়া প্রান্তের কোস্টগার্ড সদস্যরা তাকে আটক করে। নদীর প্রকৃত উৎস থেকে চিংড়ি পি.এল সংগ্রহ আইন দন্ডনীয় অপরাধ। তার কাছে পাওয়া চিংড়ি পি.এল এর বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা।
লৌহজং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. ইলিয়াস সিকদার জানান, জব্দকৃত চিংড়ি পি.এল জব্দ করা হয়েছে। প্রকৃত উৎস নদী থেকে চিংড়ি পি.এল সংগ্রহ মৎস্য আইনে অপরাধযোগ্য। বহনকারীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গলদা চিংড়ি পি.এল লৌহজং পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে।
লৌহজংয়ে জব্দকৃত গলদা চিংড়ি নদীতে অবমুক্ত
আগের পোস্ট