নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজংয়ে কোস্টগার্ডের অভিযানে ১ লক্ষ ২০ হাজার পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। গতকাল বুধবার সকালে কোস্টগার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার আনুমানিক বিকেল ৫টায় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন পদ্মা কর্তৃক লৌহজং উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়নের কবুতরখোলা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধ জাল তৈরির ১টি কারখানা ও ১টি গোডাউন তল্লাশি করে ১ লক্ষ ২০ হাজার পিস অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জাল তৈরির কারখানাটিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা নগদ অর্থ জরিমানা করা হয় ও গোডাউনের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় জরিমানা করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল আউয়াল ও সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
লৌহজংয়ে কোস্টগার্ডের অভিযানে অবৈধ চায়না জাল জব্দ
আগের পোস্ট