নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জের লৌহজংয়ে এসএসসি, এসএসসি (ভোকেশনাল), দাখিল, দাখিল (ভোকেশনাল) পরীক্ষা-২০২৫ উপলক্ষে কক্ষ প্রত্যবেক্ষকগণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নেছার উদ্দিনের সভাপতিত্বে ও হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমান, লৌহজং থানার ওসি হারুন অর রশীদ, পদ্মা সেতু উত্তর থানার ওসি জাকির হোসেন, লৌহজং মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব ফেরদাউস হিলাল, লৌহজং বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব নৃপেন্দ্র চন্দ্র দাস, হলদিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব মোঃ রফিকুল ইসলাম ও মশদগাঁও এ এল কে দাখিল মাদ্রাসার কেন্দ্র সচিব এমামুল এহসান। এসময় সভার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নেছার উদ্দিন পরীক্ষা গ্রহণের জন্য নানা দিকনির্দেশনা প্রদান করেন। এছাড়া দুই থানার ওসি পরীক্ষা কেন্দ্রের সার্বিক নিরাপত্তা বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন।