নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজংয়ে একই পরিবারের ৬ জনসহ নতুন ৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট ১৩ জন করোনা শনাক্ত হলো। উপজেলার কনকসার ইউনিয়নের নাগেরহাট গ্রামের বাসিন্দা নারায়ণগঞ্জ ফেরত আমিনুল ইসলাম দুলাল গত এপ্রিল মাসের ১৪ তারিখে করোনা শনাক্ত হয়ে ঢাকার কুুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওইদিনই উপজেলা প্রশাসন দুলালের বাড়িটি লকডাউন করে। গত ২৫ এপ্রিল লকডাউন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুলালের পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষা করা হয়। গত বৃহস্পতিবার আইইডিসিআর থেকে পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। আক্রান্তরা হচ্ছেন দুলালের স্ত্রী ও এক ছেলে, দুলালের এক ভাইয়ের দুই ছেলে ও শ্যালিকা এবং দুলালের অন্য এক ভাইয়ের স্ত্রী। আক্রান্তদের শারীরিক অবস্থা ভালো থাকায় বাড়িতেই অবস্থানের নির্দেশ দিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীম আহমেদ। তিনি জানান, আক্রান্তদের অবস্থা খারাপ হলে হাসপাতালের আইসোলেশনে এনে চিকিৎসা দেওয়া হবে।
অন্যদিকে জ¦র, সর্দি, কাশি, শ্বাসকষ্ট থাকায় একই ইউনিয়নের নয়নাকান্দা গ্রামের আবিদ (১৩) নামের এক কিশোরের নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে। এছাড়া নাগেরহাট গ্রামের নাগেরবাড়ির ৯০ বছরের এক ঢাকা ফেরত বৃদ্ধা করোনা শনাক্ত হয়েছেন।