নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজংয়ে ইয়াবা ট্যাবলেটসহ এস এম মিজান (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-১১। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার কুমারভোগ এলাকা থেকে ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল ফোন, মাদক বিক্রয়ের নগদ ৫ হাজার টাকা ও মাদকদ্রব্য পরিবহনের কাজে ব্যবহৃত একটি সচল এ্যাম্বুলেন্সসহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক কারবারি এস এম মিজান (৩৫) বান্দরবান জেলার আলী কদম উপজেলার আলীমুদ্দিন পাড়া গ্রামের মৃত মহসিন সর্দারের ছেলে। র্যাব-১১ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, র্যাব-১১, সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম ও স্কোয়াড কমান্ডার মোঃ আবু ছালেহ এর নেতৃত্বে একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে মাদকদ্রব্যসহ তাকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ বান্দরবান জেলা হতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা এ্যাম্বুলেন্সে করে ঢাকা ও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছে। সে শীর্ষ মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে গোয়েন্দা তথ্য মতে জানা যায়। তার বিরুদ্ধে লৌহজং থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।
লৌহজংয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
আগের পোস্ট