নিজস্ব প্রতিবেদক
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে লৌহজংয়ে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের উদ্যোগে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফাউন্ডেশনের লৌহজং কেন্দ্রের উদ্যোগে উপজেলার শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, সুন্দর হাতের লেখা ও নির্ধারিত বিষয়ে প্রতিযোগিতা হয়। এ দিন বিকেলে লৌহজং উপজেলার কনকসার গ্রামে অবস্থিত অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যালয়ের আব্দুল জব্বার খান, উন্মুক্ত মঞ্চে লৌহজং কেন্দ্রের সভাপতি কবির ভূঁইয়া কেনেডির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে ফাউন্ডেশনের কেন্দ্রীয় পর্ষদের প্রতিষ্ঠাতা সভাপতি ড: নূহ-উল -আলম লেনিন প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।