নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজংয়ে কৃষকের বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে আগুনে পুড়ে ছাই হয়েছে একটি বসতঘর। উপজেলার উত্তর হলদিয়া বাছার কান্দি গ্রামের রাব্বি খানের বাসায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে রাব্বির প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত। জানা যায়, গত রোববার গভীর রাতে পরিবারকে নিয়ে অন্য ঘরে ঘুমাচ্ছিলেন রাব্বি। ভোররাতে ঘুম ভাঙ্গার পরে দেখতে পান নিজ ঘরে আগুন লেগে প্রায় ৯০ ভাগ ভষ্মীভূত হয়েছে। কিন্তু পানি ছিটিয়েও শেষ সম্বলটুকু রক্ষা করতে পারেনি তিনি। এদিকে লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কবিরুল ইসলাম খান খবর পেয়ে তার প্রতিনিধি পাঠান এবং সার্বিক অবস্থা পরিদর্শন করে রাব্বিকে ২৭টি টিন ও ৯ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রæতি দেন।
লৌহজংয়ে অগ্নিকান্ডে ঘর পুড়ে ছাই
আগের পোস্ট