নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় গাঁওদিয়া ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। গাঁওদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. শহিদুল ইসলাম এর সভাপতিত্বে এবং ইউনিয়ন পরিষদের সচিব এস এম খোমানীর সঞ্চালনায় উপস্থিত সকলের কাছে প্রস্তাবিত বাজেটের সার-সংক্ষেপ তুলে ধরা হয়। এসময় সভায় উপস্থিত ছিলেন গাঁওদিয়া ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য মো. মোশারফ হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য নার্গিস, রাহীমা বেগম, মাহমুদা বেগম, সাধারণ পুরুষ সদস্য মো. তোবারক ঢালী, মো. রাশেদুল ইসলাম, মো. টিটু সিকদার, মোহাম্মদ সেলিম, মো. বাদল হোসেন, ইকবাল শিকদার, মো. বাদল ফকির, মো. শাহআলম বেপারী, ইউনিয়ন হিসাব সহকারি এনামুল হাসান। এছাড়া আরও উপস্থিত ছিলেন কাজী মোস্তাফিজুর রহমান, মো. ইব্রাহিম মোড়ল, শাহাদাত হোসেন, ভগবত চন্দ্র সাহা, সাদিয়া আক্তার, নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ। উল্লেখ্য, লৌহজংয়ের গাঁওদিয়া ইউনিয়নের ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ১ কোটি ৭৮ লক্ষ ৭ হাজার ৬ শত ৭৩ টাকা।
লৌহজংয়ের গাঁওদিয়া ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা
আগের পোস্ট