নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়ন পরিষদের প্রবেশ রাস্তায় হাঁটু সমান পানি জমেছে। ফলে পরিষদে সেবাপ্রত্যাশীদের আসা-যাওয়ায় ভোগান্তির সৃষ্টি হয়েছে। পানি নিষ্কাশনে ইউনিয়ন পরিষদের সচিব ও চেয়ারম্যানের নেই কোন গুরুত্বপূর্ণ ভূমিকা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, গত কয়েকদিনের বৃষ্টির পানিতে ইউনিয়ন পরিষদের রাস্তা ও আশেপাশের মাঠ তলিয়ে গেছে। প্রবেশ রাস্তায় হাঁটু সমান পানি। পরিষদে যারা সেবাপ্রত্যাশী তারা পানি মাড়িয়ে যাচ্ছেন সেবা গ্রহণ করতে। পুরুষের চেয়ে নারীদের ভোগান্তি বেশি। ইউনিয়ন পরিষদের প্রবেশ রাস্তার আশেপাশে সব জায়গায় পানি রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিব পানি নিষ্কাশনে কোন ব্যবস্থা গ্রহণ করছেন না। এই পানি নিষ্কাশন ব্যবস্থা করলে এক ঘন্টা লাগবে পানি সরে যেতে। সবাই যেন ব্যস্ত কেউ দেখেও দেখছে না। যারা দায়িত্বে রয়েছেন তারা যেন অন্ধ। অনেকে বলছেন, সাপ্তাহিক চেয়ারম্যান বলে এই অবস্থা পরিষদের। এখানে গত দুইদিন যাবৎ পানি জমে রয়েছে। পানি নিষ্কাশনের নেই কোন ব্যবস্থা গ্রহণ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দৃষ্টি দিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি।
গাঁওদিয়া ইউনিয়ন পরিষদের সচিব এস এম খোমনীর কাছে ইউনিয়ন পরিষদের প্রবেশ রাস্তায় পানি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা আমরা গ্রহণ করতাম, তবে পাশে যে পুকুরটি রয়েছে তারা পানি ফেলতে দিবে না। পুকুরের মালিকের সাথে যোগাযোগ করতে পারিনি। চেয়ারম্যান আসলে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
গাঁওদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ শহিদুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। মোবাইল ফোনে বারবার কল দিলেও কোন জবাব পাওয়া যায়নি।
লৌহজং উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন বলেন, বিষয়টি আমি অবগত আছি। খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।