নিজস্ব প্রতিবেদক
গতকাল সোমবার শ্রীনগরে রুসদী উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও এসএসসি বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় যুগ্ম সচিব মোঃ নজরুল ইসলাম। রুসদী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি এড. মোহাম্মদ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র সংসদ রুসদী উচ্চ বিদ্যালয়ের সদস্য সচিব ও ব্যান্ড শপ দর্জি বাড়ী লিঃ এর কর্ণধার মোঃ ফজলুর রহমান। উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র সংসদের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আঃ বারেক মাষ্টার, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক অবাক, জসিম মোল্লা, পরিচালনা পরিষদের দাতা সদস্য আসাদুজ্জামান আসাদ, সদস্য আবুল হোসেন মোল্লা, উজ্জ্বল চৌধুরী, কুদ্দুছ মেম্বার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের সাবেক বর্তমান অভিভাবক, শিক্ষক, ছাত্র/ছাত্রীসহ নানা শ্রেণী পেশার মানুষ। বিদায় ও বরণ অনুষ্ঠানে ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের গোলাপ ও রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয় এবং এসএসসি পরিক্ষার্থীদেরকে প্রাক্তন ছাত্র সংসদ রুসদী উচ্চ বিদ্যালয়ের সৌজন্যে কলম, ফাইল, স্কেল পরীক্ষার রুটিন ও ফুল দিয়ে বিদায় দেওয়া হয়।