নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিকাল ৪টার দিকে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে ছিল অজ্ঞাতনামা ৪৫ বছরের এক ব্যক্তি। করোনা ভাইরাস পরিস্থিতিতে স্থানীয়রা ভয়ে কেউ তার সামনে এগিয়ে যাচ্ছিল না। স্থানীয় একজন সাংবাদিক পড়ে থাকতে দেখে ফায়ার সার্ভিসকে জানালে তারা তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেয়। গতকাল সোমবার বিকালে উপজেলার কোলাপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে।
শ্রীনগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শাহ আলম ইসলাম নিতুল জানান, করোনার ভয়ে তাকে পড়ে থাকতে দেখে কেউ এগিয়ে আসছিল না। সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা ব্যক্তিকে দেখে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা অ্যাম্বুলেন্স দিয়ে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দেয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, কোলাপাড়া একজন ব্যক্তি অচেতন অবস্থায় পড়ে আছে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। এরপর সেখান থেকে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্স এর মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেই। বর্তমানে তার চিকিৎসা চলছে বলে জানান তিনি।