নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ সদর উপজেলার পৌরসভাস্থ যোগিনীঘাট এলাকায় ইংরেজি নববর্ষ উপলক্ষ্যে তাকওয়া যুব কল্যাণ সমবায় সমিতির উদোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও জনসচেতনতামূলক কর্মসূচি পালিত হয়। এ কর্মসূচির কারিগরী সহযোগিতায় ছিলেন মুন্সীগঞ্জ যুব রক্তদান সংস্থা। কর্মসূচির উদ্বোধন করেন সমিতির সভাপতি এড. শরীফউজ্জামান। আরো উপস্থিত ছিলেন এড. মোঃ ইমরান হোসেন, মোঃ নুরুল আমিন, মোঃ শফিকুল ইসলাম (আসাদ), মোঃ আরিফুর রহমান, মোঃ কামরুল হাসান, ডাঃ মোঃ ফয়সাল ইসলাম, মোঃ আল আমিন ইসলাম, মোঃ সাদমান ইসলাম (ফাহিম)। ১০০ জন ব্যক্তির মাঝে এই গ্রুপ নির্ণয় করা হয়।