নিজস্ব প্রতিবেদক
করোনাভাইরাস সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে দিব্বি গাদাগাদি করে মানুষের ভিড় বেড়েই চলেছে। পঞ্চসার ইউনিয়নের পুরাতন কাঠপট্টি তরমুজের আড়তে দেখা যায়, যথাযথভাবে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব, বাড়ছে ঝুঁকি ও জনসমাগম রেখে বিক্রি হচ্ছে পতিদিন পাইকারী কয়েক হাজার তরমুজ।
সরেজমিনে দেখা যায়, মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন পুরাতন কাঠপট্টিতে সকাল নয়টা থেকে রাত পর্যন্ত খোলা মাঠে ভিড় জমিয়ে, সামাজিক দূরত্ব না মেনে গাদাগাদি হয়ে বিক্রি হচ্ছে পাইকারী কয়েক হাজার তরমুজ। এ চিত্র প্রতিদিনের। বিশেষ করে অনেকের মুখে মাস্ক নেই। চলাফেরায় গায়ে গা লাগে যাচ্ছে। এদিকে প্রশাসনের নিয়ম না মেনে পুরাতন কাঠপট্টিতে দূরত্ব বজায় না রেখে তরমুজ আড়তের খোলা মাঠে গাদাগাদি হয়ে বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
যথাযথভাবে মানা হচ্ছে না সামাজিক দূরত্ব
আগের পোস্ট