নিজস্ব প্রতিবেদক : ১৪০ বছরের পুরাতন মুন্সীগঞ্জ জেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান মুন্সীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ২৬৮ জন এসএসসি পরীক্ষার্থীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে এই বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুন নাহারের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোঃ আশরাফ উদ্দিন আহমেদ, সহকারী শিক্ষক আলী আহসান, সঞ্জয় সরকার, আবুল কালাম আজাদ, মমতা হেনা, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ কবির হোসেন, মোঃ আবুল কালাম, মোঃ মোজাম্মেল হক, নার্গিস আক্তার, মোঃ ইউনুস, আমিনুল ইসলাম, ফারজানা আরবি, মোঃ ফয়সাল হাসান হৃদয়, অপু চন্দ্র মন্ডল, নিশিতা নাহার বৃষ্টি, বিধান দাশ, অফিস সহকারী মোহাম্মদ মাসুদুল ইসলাম প্রমুখ।
বক্তারা আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ছাত্রদেরকে ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। অনুষ্ঠান শেষে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ও সকল কর্মচারীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের অফিস সহকারি মোঃ সুমন শেখ।