নিজস্ব প্রতিবেদক
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গোৎসব। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবকে ঘিরে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। মাটির কাজ শেষ করে এখন চলছে সাজসজ্জার কাজ। রঙের আঁচড়ে দেবী দূর্গাকে সাজিয়ে তোলা হচ্ছে নানা রঙ-ঢঙে। পূজা ঘনিয়ে আসায় এখন রাতদিন ব্যস্ত সময় পার করছে মৃৎশিল্পীরা। শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে মুন্সীগঞ্জ পৌরসভায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার মুন্সীগঞ্জ পৌরসভার সভাকক্ষে পৌরসভার আয়োজনে মুন্সীগঞ্জ সদর উপজেলার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে এ মতবিনিময় সভা হয়। হুমায়ুন ফরিদের সঞ্চালনায় এবং হাজী মোহাম্মদ ফয়সাল বিল্পবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর ঘোষ, নির্মলেন্দু দত্ত, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অভিজিৎ দাস ববি, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কাজল চ্যাটার্জী, জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বাসুদেব নাগ, সদর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ননী গোপাল হালদার, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য রঞ্জন সাহা, মিরকাদিম পূজা উদযাপন পরিষদ সভাপতি রামকৃষ্ণ, দপ্তর সম্পাদক স্বপন বিশ্বাস, জেলা পূজা উদযাপন পরিষদ সহ-সম্পাদক উত্তম বনিক, পৌরসভা পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক খোকন মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদ এর সহ সাংগঠনিক সম্পাদক নারায়ণ প্রমুখ। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব উপলক্ষে জেলার ৩২১টি মন্দিরের মন্ডপে শুরু হওয়া প্রতিমা তৈরির কাজ প্রায় সম্পন্ন। শেষ সময়ে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পী ও আয়োজকেরা। এ বছর ১১ অক্টোবর মহাষষ্ঠীতে দেবী বোধনের মধ্য দিয়ে শুরু হবে দূর্গাপূজার আনুষ্ঠানিকতা। চলবে আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।
মুন্সীগঞ্জ পৌরসভায় শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে মতবিনিময় সভা
আগের পোস্ট