নিজস্ব প্রতিবেদক
নভেল করোনা ভাইরাস মোকাবেলার জন্য মুন্সীগঞ্জ পৌরসভার পৌর পিতা হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব এক নতুন চিন্তাধারার এবং নিজস্ব অর্থায়নে মুন্সীগঞ্জ পৌরসভার ৬০টি মসজিদে করোনা ভাইরাস মোকাবেলা ও এর ঝুঁকির পরিমাণ কমিয়ে আনার লক্ষ্যে জীবাণুনাশক গেইট নির্মাণ কার্যক্রম হাতে নিয়েছেন। যার মাধ্যমে মুসল্লিগণ জীবাণুমুক্ত হয়ে করোনার ঝুঁকি কমিয়ে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে। এটা স্থাপনে অনেকটাই উপকৃত হবে প্রতিটি ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারন। প্রতিটি ওয়ার্ডের ন্যায় ৭নং ওয়ার্ডের মোল্লাপাড়া দুইটি মসজিদে এবং পূর্বপাড়া মসজিদে স্থাপন করা হয়। মুন্সীগঞ্জের কাগজকে তিনি জানান, মুন্সীগঞ্জ পৌরসভার সার্বিক উন্নয়ন এবং প্রতিটি দূর্যোগপূর্ণ পরিবেশে এবং মহামারী করোনা ভাইরাসের ঝুঁকি কমিয়ে আনার জন্য তিনি সব ধরনের প্রস্তুতি গ্রহণসহ সার্বিক দিকে বিশেষ নজরদারি করে যাচ্ছেন। পূর্বপাড়া জামে মসজিদের জীবাণুনাশক গেইট স্থাপনের সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সহ- সভাপতি আওলাদ হোসেন, সেক্রেটারি অলি মিয়াসহ সেক্রেটারি কবিল মিয়া। এছাড়াও ক্যাশিয়ার শাহিন হাজারি, সহ ক্যাশিয়ার মোশারফ হাজারীসহ মসজিদের পেশ ইমাম মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
মুন্সীগঞ্জ পৌরসভার ৬০টি মসজিদে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে জীবাণুনাশক গেইট নির্মাণে ফয়সাল বিপ্লব
আগের পোস্ট