নিজস্ব প্রতিবেদক
সংস্কারের অভাবে করুণ দশায় পরিণত হয়েছে মুন্সীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের বৈখর এলাকার রাস্তা। বৈখর অনির্বাণ বিদ্যালয় সংলগ্ন পুকুরের পশ্চিম পাশে রাস্তার একাংশ দেবে গেছে। চলতি বর্ষা মৌসুমে বন্যায় পানিতে রাস্তাটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। দীর্ঘদিনের বানের পানির নীচে থাকায় শ্যাওলা পড়ে চলাচল করা দুষ্কর হয়ে উঠেছে। এতে গত বুধবার ওই রাস্তার শ্যাওলা পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে স্থানীয়দের উদ্যোগে।
এদিকে, বছরের পর বছর ধরে বেহাল দশা বিরাজ করছে বৈখর গ্রামের এই রাস্তাটি। এ পথে বর্তমানে যাতায়াত করাই দুষ্কর। বৃষ্টি হলেই এ রাস্তা পিচ্ছিল হয়ে পড়ছে। এ অবস্থায় এ পথে চলাচলে অনেক অসুবিধা দেখা দেয় স্থানীয় বাসিন্দাদের। সরেজমিনে ঘুরে রাস্তাটির এ চিত্র ফুটে উঠেছে।
অন্যদিকে, এই রাস্তায় ভুল করেও কেউ যাতায়াত করতে চান না। কেউ ভুল করে রাস্তায় চলে আসলে তাকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। নতুবা বিকল্প পথে যাতায়াত করতে হয়। বছরের প্রথম দিকে এ রাস্তাটি পুনঃসংস্কার করা হলে এমন দশা হতো না বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। ওই সময় পুনঃসংস্কারের উদ্যোগ নেওয়া হলে খরচও কম লাগতো। এখন এ রাস্তাটি সম্পূর্ণভাবে নির্মাণ করা হলে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে।
অন্যদিকে, রাস্তার বেহাল দশার কারণে পায়ে হেটে চলাচল করা বর্তমানে দুষ্কর হয়ে উঠেছে। এছাড়া এ পথে এখন রিকশাসহ কোনো যানবাহন চলাচল করতে পারছে না। তবে স্থানীয়রা বাধ্য হয়েই এ রাস্তায় যাতায়াত করছে। এ প্রসঙ্গে মুন্সীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মশিউর রহমান স্বপন বলেন, আমি রাস্তাটি দেখেছি। রাস্তাটি নতুন করে সংস্কার করতে হবে।
মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর রাস্তা যেন দূর্ঘটনার ফাঁদ!
আগের পোস্ট