নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ পলিটেকনিক্যালের সামনের রাস্তাটি বর্তমানে খানাখন্দে ভরা। কয়েক বছর ধরে এ রাস্তাটি সংস্কার করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। ফলে বছরের পর বছর ধরে এ রাস্তাটি বেহাল দশার মধ্যে পড়ে রয়েছে সংস্কারের অভাবে। এ বিদ্যাপীঠে অনেক শিক্ষার্থী পড়ালেখা করে থাকেন। রাস্তার এ দশার কারণে তাদের এ পথে চলাচল করতে অনেকটাই অসুবিধা হচ্ছে বলে শোনা যাচ্ছে। করোনার কারণে বিদ্যালয়টি বন্ধ থাকলেও শিক্ষকরা অফিসিয়াল কাজে বিদ্যাপীঠে অনেকেই প্রয়োজনের খাতিরে যাতায়াত করে থাকেন এ রাস্তা দিয়ে। রাস্তার এই বেহাল দশার কারণে এখানে পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক অসুবিধা দেখা দিয়েছে। মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মধ্যে অবস্থিত হচ্ছে এই মুন্সীগঞ্জ পলিটেকনিক্যালটি। এর প্রবেশ মুখের রাস্তায় রয়েছে একাধিক গর্ত। তাতে এখানে শিক্ষার্থীরা চলাচলে নানা রকমের অসুবিধার মধ্যে পড়ছেন বলে খবর পাওয়া যাচ্ছে। করোনার কারণে এখন তেমনটা ভিড় নেই। তবে যেকোন সময়ে এটি খুলে যেতে পারে বলে অনেকেই মনে করছেন। এছাড়া এ পথে রয়েছে একাধিক ছোট বড় গর্ত। আর সেই গর্ত রয়েছে বৃষ্টির পানিতে ভরা। এ পথে যানবাহন চলাচলের সময় গর্তের পানি ছিটকে পথচারীদের জামা কাপড় ভিজিয়ে দিচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে। এ পথে নদী ভিত্তিক ফায়ার সার্ভিস ও খাদ্য গুদাম রয়েছে। সেই কারণে এ পথে ভারি যারবাহন চলাচল করে এখান দিয়ে। তাছাড়া এখানে আগুন লাগলে এখান থেকে ফায়ার সার্ভিসের গাড়ি ছুটে যেতে হয় দূর্ঘটনাস্থলে। কিন্তু রাস্তার এ দশার কারণে অনেকটাই অসুবিধার মুখে পড়েন তারা। এ পথে রয়েছে মিরকাদিম বন্দর। সেখানে যেতেও পথে এ অবস্থার কারণে অনেকেই অসুবিধার মধ্যে পড়ছেন বলে জানা গেছে। খুব জরুরী ভিত্তিতে এ রাস্তাটি মেরামত প্রয়োজন বলে এখানকার চলাচলকারীরা মনে করছেন।
মুন্সীগঞ্জ পলিটেকনিক্যালের সামনের রাস্তাটি খানাখন্দে ভরা
আগের পোস্ট