নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ-ঢাকা রুটে মুক্তারপুর টোল প্লাজা সংলগ্ন মেইন রাস্তায় বৈদ্যুতিক খুঁটি হেলে পড়েছে। এতে করে যান চলাচলে বাড়তে পারে অনেকটাই ঝুঁকি। লক্ষ্য করা যায়, বেশ কিছুদিন ধরে এই খুঁটিটি এই অবস্থার মধ্যে রয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ঝুকিপূর্ণ এই খুঁটিটি যেন আসলেই সাধারন মানুষের জন্য দূর্ঘটনার এক মরণ ফাঁদ। মুন্সীগঞ্জসহ বহু জেলার সাথে এই সড়কটির সংযোগ হওয়ায় ছোট বড় শত শত যানবাহন এখানে চলাচল করে আসছে বিরতিহীনভাবে। গণপরিবহন, ট্রাক, সিএনজি, অটো, মিশুক ও কাভার্ডভ্যানসহ অন্যান্য পরিবহন চলাচলে যেকোন সময় আসতে পারে বিপর্যয়। তাছাড়া ব্রিজের ঢাল থেকে প্রতিটি যানবাহন খুবই গতি সম্পন্ন হয়ে নেমে আসার সময় খুঁটির সংস্পর্শে দূর্ঘটনা ঘটতে পারে। কতিপয় ট্রাক ও সিএনজি ড্রাইভারদের সাথে কথা বললে তারা জানায়, আমাদের চলাচলের পথে প্রায় সময় আমরা এটাকে এড়িয়ে চলি এবং রাতের বেলা এটা খেয়াল করার মত হয়ে পড়ে না। এতে দূর্ঘটনার ঝুঁকি রয়েছে। তারা বৈদ্যুতিক এই খুঁটিটিকে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে দ্রুত অপসারনের জোর দাবি জানান। সেই সাথে বিষয়টি কর্তৃপক্ষের নজরে এনে যান চলাচলের উপযোগী করে তোলার জন্য এবং দূর্ঘটনা রোধে উক্ত খুঁটিটি দ্রুত সরিয়ে নেওয়ার জন্য দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসীসহ সর্বস্তরের জনসাধারন।
মুন্সীগঞ্জ-ঢাকা রুটে মুক্তারপুর ব্রিজের ঢাল সংলগ্ন অকেজো বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ে যান চলাচলে ত্রুটিসহ মারাত্মক দূর্ঘটনা ঘটার সম্ভাবনা
আগের পোস্ট