নিজস্ব প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসে মুন্সীগঞ্জ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের মিলন মেলা, ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার মুন্সীগঞ্জের মাওয়া শিমুলিয়া ঘাটে শখের হাঁড়ি রেস্তোরাঁয় মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির আয়োজনে এই পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুপুর ২টায় আলোচনা সভা শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। এসময় উপস্থিত বক্তাগণ মুন্সীগঞ্জ জেলাসহ সারা দেশের যে সকল গণমাধ্যমকর্মীগণ নির্যাতিত হবেন তাদের পাশে অবস্থান নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ কাইয়ুম মাইজভান্ডারীর সঞ্চালনায় এবং সহ-সভাপতি আবু নাসের লিমন ও সাংগঠনিক সম্পাদক সুমন আহাম্মেদের সার্বিক তত্ত্বাবধানে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। এসময় তাদের সার্বিকভাবে সহযোগিতা করেন কোষাধ্যক্ষ কমিটির মোঃ মিঠু তালুকদার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক তাইজুল ইসলাম বিদ্যুৎ, সহ-কোষাধ্যক্ষ মোঃ জাহিদ হোসেন ও কার্যকরী সদস্য মোঃ ফিরোজ আলম বিপ্লব। উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত সাংবাদিক সগীর আহাম্মেদ মাসুম, ইন্দ্রজিৎ চন্দ্র ঘোষ, আক্তার হোসেন, আনিসুর রহমান নিলয়, হারুন অর রশিদ, নাজমুল ইসলাম, রেহমান আসাদ, গোপাল দাস হৃদয়, দীপু মালাকার, মোঃ সৌরভ, মুন্সীগঞ্জ জেলা থেকে আগত সাংবাদিক মোঃ মাহবুবুর রহমান, মোঃ মঞ্জুর মোর্শেদ, রাসেল মাহমুদ, শহীদ ই হাসান তুহিন, জসিম উদদীন দেওয়ান, আব্দুল্লাহ নুর তুষার, সুমিত সরকার সুমন, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসুদ খান। আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সহ-সভাপতি মিজানুর রহমান ঝিলু, মোঃ শওকত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ হোসেন হারিছ, প্রচার ও প্রকাশনা সম্পাদক হামিদুল ইসলাম স্বপন, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল সালমান রূপক প্রমুখ।