নিজস্ব প্রতিবেদক : মুন্সীগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ ইসমাইল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ, মুন্সীগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে গতকাল বুধবার সদরের রনছ রুহিতপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে ব্যতিক্রমী এক অনুষ্ঠানের মাধ্যমে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত জেলা শিক্ষা অফিসার মোঃ ইসমাইল হোসেনের বর্ণাঢ্য চাকরি জীবন নিয়ে স্মৃতিচারণ করেন রনছ রুহিতপুর উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম।
সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোঃ আশরাফুজ্জামান এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন আলবার্ট ভিক্টোরিয়া যতীন্দ্র মোহন গভ. বালিকা উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক নূরে আলম, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ মুন্সীগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি বাবু হৃদয় কৃষ্ণ মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলামসহ মুন্সীগঞ্জ সদর উপজেলার প্রধান শিক্ষকগণ।
পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে জাজিরা এম এ কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দাস নজরুল সঙ্গীত ও রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহানারা আক্তার গান পরিবেশন করেন।