নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলা র্যাব-১১,সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার এসপি এনায়েত হোসেন মান্নান-এর সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ হয়েছে।
গতকাল সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে জেলার শ্রীনগর ভাগ্যকুলে এনায়েত হোসেন মান্নান-এর কার্যালয়ে মুন্সীগঞ্জ জেলার প্রিন্ট মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের সৌজন্য সাক্ষাৎ হয়। এসময় এসপি এনায়েত হোসেন মান্নান সাংবাদিকদের ব্যাপারে বিভিন্ন খোঁজ-খবর নেন ও সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময় করেন। এছাড়া তিনি সকল সংবাদকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের প্রতি পরামর্শ দেন এবং দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন পূর্ব দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক সাংবাদিক খালেদ চৌধুরী, আমাদের কন্ঠের জেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, দৈনিক আলোকিত সকালের জেলা প্রতিনিধি মো. সোহেল টিটু এবং সদর প্রতিনিধি মো. সুজন বেপারী প্রমুখ।
মুন্সীগঞ্জ জেলা র্যাব-১১, সিপিসি-১ কোম্পানি কমান্ডার-এর সাথে সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ
আগের পোস্ট