নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ সদরে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ এক নারীকে আটক করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃত নারী আসামী হচ্ছে জাকিয়া (২৯)। সে সদর উপজেলার সিকদারবাড়ী (বাঘবাড়ী) এলাকার মোঃ সোহেলের স্ত্রী। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সাকিব জানান, নিয়মিত মাদক দ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানিক দল গতকাল সোমবার বিকাল ৪টার দিকে সদরের বাঘবাড়ী গ্রামের সিকদার বাড়িতে অভিযান চালিয়ে জাকিয়া (২৯) নামের ওই নারীকে গাজাঁসহ গ্রেফতার করে। এ ঘটনায় জড়িত গ্রেফতারকৃত আসামী জাকিয়ার স্বামী মোঃ সোহেল পলাতক রয়েছে। আসামীদের বিরুদ্ধে মুন্সীগঞ্জ সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে
মুন্সীগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার ১
আগের পোস্ট